জামায়াতের মিছিল থেকে জাতীয় পার্টির প্রচারণায় হামলার অভিযোগ
- আপডেট সময় : ০৫:২২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ১১ বার পড়া হয়েছে
যশোরে জামায়াতের একটি মিছিল থেকে জাতীয় পার্টির নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে।
প্রচারণায় ব্যবহৃত মাইক ভাঙচুর ও ব্যানার ছেঁড়া হয়, ফলে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যায় বলে দাবি করা হয়।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় শহরের তালতলা মোড়ে এ ঘটনা ঘটে।
জাতীয় পার্টির জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে বলা হয়, যশোর-৩ আসনের প্রার্থী খবির গাজীর পক্ষে তিনটি ইজিবাইকে মাইকিং চলাকালে জামায়াতের শতাধিক নেতাকর্মীর মিছিল এসে বাধা দেয় এবং ভাঙচুর চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ হামলায় এলাকায় কিছু সময় উত্তেজনা সৃষ্টি হলেও বড় কোনো সংঘর্ষ হয়নি।
তবে জামায়াতের জেলা সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস দাবি করেন, এটি অনিচ্ছাকৃত ঘটনা।
তিনি বলেন, ব্যানার ছেঁড়ার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে এবং নতুন ব্যানার করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
কোতোয়ালি থানার ওসি ফারুক আহমেদ জানান, লিখিত অভিযোগটি রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হবে এবং তিনি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেবেন।
















