ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সরকারের ঋণ বেড়ে ২৪ লাখ কোটি টাকা >> বায়ুদূষণে আজ শীর্ষে তাসখন্দ, পঞ্চম ঢাকা >> চতুর্থবারের মতো পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ >> নির্বাচন বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র : তারেক রহমান >> ঘুষ ও চাঁদাবাজিমুক্ত ব্যবসাবান্ধব রাষ্ট্র গড়া আমাদের অঙ্গীকার : জামায়াত আমির >> সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন সাবিনাদের ছাদখোলা বাসে সংবর্ধনা >>

কিশোরগঞ্জ ২ আসনে ৪ প্রার্থীর মনোয়নপত্র বৈধ, বাতিল ৫

Live News Bangla71
  • আপডেট সময় : ০৮:১৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের মনোয়নপত্র যাচাই-বাছাই শেষে ৯ প্রার্থীর মধ্যে বিএনপি ও জামায়াত প্রার্থীসহ ৪ জনের মনোয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া দুই স্বতন্ত্র প্রার্থীসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণ অধিকার পরিষদের প্রার্থীসহ ৫ জনের মনোয়নপত্র প্রাথমিকভাবে বাতিল ঘোষণা করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আসলাম মোল্লা মনোয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন। এ সময় সংশ্লিষ্ট আসনের সকল দল ও স্বতন্ত্র প্রার্থীসহ প্রস্তাবকারী ও সমর্থনকারীদের সামনে আনুষ্ঠানিকভাবে যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।

মনোয়নপত্র বৈধ হওয়া প্রার্থীরা হলেন- বিএনপির অ্যাড. মো. জালাল উদ্দীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. শফিকুল ইসলাম, জাতীয় পার্টির মো. আফজাল হোসেন ভূঁইয়া ও বাংলাদেশ খেলাফত মজলিসের মো. শাহরিয়ার জামান।

মনোয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবুল বাশার রেজওয়ান, গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মো. বিল্লাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. আনিসুজ্জামান খোকন ও নূর উদ্দীন আহমেদ।

মনোয়ন বাতিলের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, যাচাই-বাছাইয়ে কাগজপত্রে ২ জন স্বতন্ত্র প্রার্থীর ভোটারের এক পারসেন্টের গড়মিল থাকা, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রার্থীর কাগজপত্রের ত্রুটি থাকা ও গণঅধিকার পরিষদের প্রার্থীর বিরুদ্ধে মামলা থাকায় মনোয়নপত্র প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে।

মনোয়নপত্র বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাহিদ হাসান খান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম এবং বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সব দলের প্রার্থী, প্রস্তাবকারী ও সমর্থনকারীরা।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আসলাম মোল্লা জানান, যাচাই-বাছাইয়ে ৫ প্রার্থীর কাগজপত্রে ত্রুটি পাওয়ায় মনোয়নপত্র বাতিল করা হয়েছে। অন্য ৪ প্রার্থীর মনোয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে মনোয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনের সকল প্রস্তুতি সঠিক সময়ে সম্পন্ন করা হবে।

মনোয়নপত্র ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে বিএনপির প্রার্থী অ্যাড. মো. জালাল উদ্দীন বলেন, ‘দলের নেতাকর্মী ও ভোটারদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভোটাররা দীর্ঘদিন ভোট দিতে পারেননি। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নতুন ও পুরাতন ভোটাররা আনন্দের সঙ্গে ভোট কেন্দ্রে যাবেন বলে আমি আশা করছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কিশোরগঞ্জ ২ আসনে ৪ প্রার্থীর মনোয়নপত্র বৈধ, বাতিল ৫

আপডেট সময় : ০৮:১৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের মনোয়নপত্র যাচাই-বাছাই শেষে ৯ প্রার্থীর মধ্যে বিএনপি ও জামায়াত প্রার্থীসহ ৪ জনের মনোয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া দুই স্বতন্ত্র প্রার্থীসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণ অধিকার পরিষদের প্রার্থীসহ ৫ জনের মনোয়নপত্র প্রাথমিকভাবে বাতিল ঘোষণা করা হয়েছে।

রবিবার (৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আসলাম মোল্লা মনোয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন। এ সময় সংশ্লিষ্ট আসনের সকল দল ও স্বতন্ত্র প্রার্থীসহ প্রস্তাবকারী ও সমর্থনকারীদের সামনে আনুষ্ঠানিকভাবে যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়।

মনোয়নপত্র বৈধ হওয়া প্রার্থীরা হলেন- বিএনপির অ্যাড. মো. জালাল উদ্দীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. শফিকুল ইসলাম, জাতীয় পার্টির মো. আফজাল হোসেন ভূঁইয়া ও বাংলাদেশ খেলাফত মজলিসের মো. শাহরিয়ার জামান।

মনোয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবুল বাশার রেজওয়ান, গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মো. বিল্লাল হোসেন, স্বতন্ত্র প্রার্থী মো. আনিসুজ্জামান খোকন ও নূর উদ্দীন আহমেদ।

মনোয়ন বাতিলের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, যাচাই-বাছাইয়ে কাগজপত্রে ২ জন স্বতন্ত্র প্রার্থীর ভোটারের এক পারসেন্টের গড়মিল থাকা, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী ও বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের প্রার্থীর কাগজপত্রের ত্রুটি থাকা ও গণঅধিকার পরিষদের প্রার্থীর বিরুদ্ধে মামলা থাকায় মনোয়নপত্র প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে।

মনোয়নপত্র বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাহিদ হাসান খান, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম এবং বিএনপি ও জামায়াতে ইসলামীসহ সব দলের প্রার্থী, প্রস্তাবকারী ও সমর্থনকারীরা।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আসলাম মোল্লা জানান, যাচাই-বাছাইয়ে ৫ প্রার্থীর কাগজপত্রে ত্রুটি পাওয়ায় মনোয়নপত্র বাতিল করা হয়েছে। অন্য ৪ প্রার্থীর মনোয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে মনোয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনের সকল প্রস্তুতি সঠিক সময়ে সম্পন্ন করা হবে।

মনোয়নপত্র ঘোষণার পর সন্তোষ প্রকাশ করে বিএনপির প্রার্থী অ্যাড. মো. জালাল উদ্দীন বলেন, ‘দলের নেতাকর্মী ও ভোটারদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভোটাররা দীর্ঘদিন ভোট দিতে পারেননি। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নতুন ও পুরাতন ভোটাররা আনন্দের সঙ্গে ভোট কেন্দ্রে যাবেন বলে আমি আশা করছি।’